বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)
প্রান্তিক পর্যায়ে শিল্পায়নের ধারা কে বেগবান করার লক্ষ্যে ও অর্থনৈতিক বৈষম্য নিরসনকল্পে স্বাধীনতার মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (পূর্ব পাকিস্তানের শিল্প, বাণিজ্য, শ্রম, দুর্নীতি দমন ও গ্রাম সহায়তা দপ্তরের মন্ত্রী হিসেবে) প্রাদেশিক আইন পরিষদে ১৯৫৭ সালে ’ইস্ট পাকিস্তান স্মল এন্ড কটেজ ইন্ডাস্ট্রিজ করপোরেশন অ্যাক্ট’ উপস্থাপন করেন, যার মাধ্যমে ইসপিক প্রতিষ্ঠিত হয়। কালের পরিক্রমায় প্রতিষ্ঠানটি শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) নামে আত্মপ্রকাশ করে। যেটি বর্তমানে দেশের মাঝারি, ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে নিয়োজিত সরকারি খাতের মূখ্য প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানটি মাঝারি, ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণ কার্যক্রমের পাশাপাশি বৃহৎ শিল্প পার্ক স্থাপনসহ নানবিধ শিল্পবান্ধব কার্যক্রমে জড়িত রয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS